বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
জয় মহন্ত অলক ঠাকুরগাঁও থেকে:: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে রাত ১২টা এক মিনিটে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালযয়ে কেককাটা হয়েছে।
সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।
এরপর জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও দুই আসনের এমপি মাজহারুল ইসলাম সুজন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকারসহ অন্যান্যরা।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আজ আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি মানুষের কথা ভেবে উন্নয়ন করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার যেটা দেশের সাধারণ মানুষ এখন ভালো করেই জানে। সেই সাথে তিনি আরো বলেন সামনের দিনগুলোতে আরো আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।