শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

টি-টোয়েন্টি থেকে বাদ কোচ ডোমিঙ্গো, দায়িত্বে থাকবেন ওয়ানডে ও টেস্টে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ টি-টোয়েন্টিতে কোচ রাসেল ডোমিঙ্গোকে বাদ আর দায়িত্বে থাকবেন ওয়ানডে ও টেস্টে । শ্রীধরন শ্রীরামকে ছোট্ট ফরমেটের জন্য টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয়ায় তা অনেকটা পরিষ্কার হয়ে যায়। এবার সেটিই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, ‘আমি আপনাদের আগে জানিয়েছি, আমরা একজন টি-টোয়েন্টিতে টেকনিক্যাল কনসালট্যান্ট নিয়েছি, শ্রীরাম। শ্রীরামের সঙ্গে একটু বসা হলো। ডোমিঙ্গোর সঙ্গে বসা হয়েছে আমাদের ভবিষ্যত নিয়ে। আমাদের ভাল আলোচনা হয়েছে। আমরা তাকে ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দিয়েছি। আমরা টি আলাদা করেছি।’

সোমবার ২২ আগস্ট সংবাদ মাধ্যমকে বলেন তিনি। যার অর্থ ডোমিঙ্গো এখন থেকে ওয়ানডে ও টেস্টের প্রধান কোচ। আর টি২০’র অঘোষিত দায়িত্ব শ্রীরামের ওপর। ক’দিন ধরে যে আলোচনা হচ্ছিল বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সম্পর্ক একেবারে চুকে যাচ্ছে ডোমিঙ্গোর, সেই ধারণা সত্যি নয়। দক্ষিণ আফ্রিকান এ কোচ হয়তো তার চুক্তি অনুযায়ী আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ও টেস্টের দায়িত্বে টিকে যাচ্ছেন।

নাজমুল হাসান যোগ করেন, ‘এখন পর্যন্ত আমরা যা আলোচনা করেছি, ডোমিঙ্গো আমাদের পরিকল্পনা দেবেন। খুব খারাপ অবস্থা। কারও পক্ষে এভাবে সফর করা সহজ নয়। ও কী করবে, না করবে সেসব নিয়ে আমাদের একটা লম্বা পরিকল্পনা দেবে দুই তিন সপ্তাহের মধ্যে।’ তাহলে কোন প্রধান কোচ ছাড়াই এশিয়া কাপের মতো আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ?, ‘আমাদের টিম ডিরেক্টর (খালেদ মাহমুদ) আছে। জালাল ভাই থাকছেন (ক্রিকেট অপরারেশন্সের প্রধাণ)। আমি থাকছি। আর কি? আমরা যদি ডোমিঙ্গোকে পাঠাই, আপনার কি মনে হয় ম্যাচের পরিকল্পনা শ্রীরাম করবে? ও স্বাধীনভাবে করতে পারবে? একজান যদি হেড কোচ থাকে তারও তো একটা মতামত থাকে। আমরা তো আলাদাই করতে চাচ্ছি। খামোখা আমরা দলের মধ্যে কোন কনফিউশন তৈরি করতে চাইনি।’ বলেন বিসিবি প্রধান।

২০২৩-২০২৭ পর্যন্ত এফটিপিতে ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ। এর বাইরে আইসিসি ইভেন্ট, মহাদেশীয় টুর্নামেন্ট আছে। ব্যস্ত সূচীর কারণে বিসিবির কোচিং স্টাফদের পৃথক করার পরিকল্পনা খুশি মনে নিয়েছেন ডোমিঙ্গো, ‘আমি খেলা মনের মানুষ। এই দলটা সবার। আমার পরিকল্পনা মনে ধরেছে। আমি মনে করি, এটা আমাকে টেস্টে এবং পঞ্চাশ ওভারের ক্রিকেটে আরও মনোযোগী করে তুলবে। টি-টোয়েন্টিতে আমাদের কিছু ভাল ফল আছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com