বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: টাঙ্গাইলে ঘারিন্দা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনের দুটি বগিতে আগুন লেগেছে। দুর্বৃত্তরা এতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন।

স্টেশন সূত্রে জানা গেছে, এ সময় ট্রেনের বগি ক ৭০১৬ এবং খ ৭০১৭ দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির ওই বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশে সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল।

ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে সেটা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আরও একটি বগির আংশিক পুড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com