শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি:: টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা-ময়মনসিংহ সড়কের রাজাবাড়ী ক্রসিংয়ে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া, টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক বন্ধ থাকায় যানবাহনগুলো আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন রেল ও সড়কের অসংখ্য যাত্রী।
সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘারিন্দা রেল স্টেশনের মাস্টার সোহেল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মালবাহী এনজিবিসি ব্লক ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাজাবাড়ী ক্রসিংয়ে লাইনচ্যুত হয়। বিষয়টি প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে।
এদিকে, রেলের প্রকৌশল বিভাগে কর্মরত নুরুজ্জামান মিয়া বলেন, আমরা খবরটি শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।