শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার দৌড়ে আছে বাংলাদেশ ও পাকিস্তান। এমন ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দল দুটি। যেখানে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

সেমির দৌড়ে বাংলাদেশের চেয়ে অবশ্য অনেকটাই এগিয়ে আছে পাকিস্তান। আজ জিতলেই সেমি ফাইনালের টিকিট নিশ্চিত পাকিস্তানের। অপরদিকে বাংলাদেশকে শুধু ম্যাচটা জিতলেই হবে না, বড় ব্যবধানে জিতে নেট রান রেটেও পাকিস্তানের থেকে এগিয়ে যেতে হবে। তাই আজ জয় ছাড়া বিকল্প নেই টাইগার যুবাদের হাতে।

কেননা, এই ম্যাচে জিতলে কাগজে-কলমে পাকিস্তানের সমান ৬ পয়েন্ট হবে বাংলাদেশের। তখন রান রেটের হিসেবে যারা এগিয়ে থাকবে তারা ভারতের বিপক্ষে সেমিতে নামার সুযোগ পাবে।

আরও সহজ করে বললে পাকিস্তান যদি ২৫০ রান করে সেক্ষেত্রে বাংলাদেশকে সে রান তাড়া করতে হবে ৩৯.১ ওভারের মধ্যে। মোট কথা, টার্গেট যত কম হবে, সেটা তাড়া করার সময়ও তত কম পাবে বাংলাদেশ। তবে পাকিস্তানকে যদি ২০১ রানে থামিয়ে দিতে পারে বাংলাদেশ, তাহলে বাংলাদেশকে জয় নিশ্চিত করতে হবে ৩৮.৩ ওভারের মধ্যে, পাকিস্তানকে ১৫০ রানে আটকানো গেলে ৩৮.২ ওভারের মধ্যেই জয় সুনিশ্চিত করতে হবে বাংলাদেশকে।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ একাদশ: শামিল হুসেন, শাহজাইব খান, আজান আওয়াইস, সাদ বেগ (অধিনায়ক), আহমেদ হাসান, হারুন আরশাদ, আরাফাত মিনহাস, উবায়েদ শাহ, মোহাম্মদ জিশান, আলী আসফান্দ, আলী রাজা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: আশিকুর রহমান শিবলী, জিশান আলম, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পাভেজ জীবন, মাহফুজুর রহমান রাবি (অধিনায়ক), রোহানাত দৌল্লা বরসন, মোঃ ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com