শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ের এক দিনের সিরিজ জয় শুধু নিশ্চিতই করেননি, নিজেও ব্যাট হাতে নজির গড়লেন রাজা। তাঁর এবং অধিনায়ক রেজিস চাকাভার জোড়া শতরানের সুবাদে বাংলাদেশকে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।
এই ম্যাচে রাজা পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত থেকেছেন ১১৭ রান করে। তিনি ব্যাট করতে নামার সময় দলের রান ছিল ৩ উইকেটে ২৭। সেই চাপ সামলে শতরান করেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচেও পাকিস্তানের বংশোদ্ভূত রাজা অপরাজিত থাকেন ১৩৫ রানে। সেই ম্যাচেও তিনি ব্যাট করতে নামেন পাঁচ নম্বরে।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে কোনও একটি এক দিনের সিরিজে ব্যাটিং অর্ডারের পাঁচ বা তার নিচে নেমেও একাধিক শতরান করলেন রাজা। দুই ম্যাচেই তিনি শতরান করেছেন রান তাড়া করতে নেমে। তাঁর আগ্রাসী ব্যাটিং থামাতে পারেননি বাংলাদেশের বোলাররা। তাঁকে আউটও করতে পারেননি। এমন নজির বিশ্ব ক্রিকেটে আর নেই।
বুধবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। ২-০ ব্যবধানে জিম্বাবুয়ে এগিয়ে থাকায় শেষ কার্যত নিয়মরক্ষার।