বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:২১ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকাসহ উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সদস্য মোহাব্বত হোসেন শামীম ও তার তিন সহযোগীকে আটক করেছেন র্যাব-১২ এর সদস্যরা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জন রানা।
আটকরা হলেন- উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সদস্য মোহাব্বত হোসেন শামীম, উল্লাপাড়া উপজেলার খাসচর জামালপুর গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে জিয়াউর রহমান, অলিপুর গ্রামের বরাত আলীর ছেলে সুলতান প্রামানিক ও একই গ্রামের সুজাত প্রামানিকের ছেলে আলী আকবর।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবত উল্লাপাড়া থানার বিভিন্ন এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে লেনদেন করে আসছিল। মঙ্গলবার বিকালে উল্লাপাড়ার দরবেশপাড়ায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় দুই হাজার জাল টাকাসহ চারজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং নগদ ২৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার আলামতসহ আটকদের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।