শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাবিষয়ক ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

‘ডি’ ইউনিটে ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন রেদোয়ানুল হক মারুফ এবং ছাত্রীদের মধ্যে ফাহরিমা ইউসুফ ইলমা।

রেদোয়ানুল হক মারুফ পেয়েছেন ৮৯ দশমিক ৬০ নম্বর। অন্যদিকে ফাহরিমা ইউসুফ ইলমা পেয়েছেন ৯০ দশমিক ৮০ নম্বর।

এ বছর ‘ডি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের আসন ১৫৫টি করে। মোট ৩১০টি আসনের বিপরীতে আবেদনকারী ছাত্র সংখ্যা ৩২ হাজার ৯৫ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৩২১ জন। সে হিসেবে ছাত্রদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৪১ জন। অন্যদিকে ছাত্রীদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০৮ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষার ফল ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com