সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ২০১১ সালে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে সিনিয়রিটি সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহালের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (২৭ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় এ মামলাতে আগে হেরেছিল। পরে রিভিউ থেকে মামলাটি আপিল শুনানি হয়। আজ ফের শুনানিতে এ ৯৮৮ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে উপস্থিত কর্মচারীরা জানান, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে নির্দেশ দেওয়ায় আমরা খুশি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com