বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

জরিমানা লক্ষ্য নয়, জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইলকোর্ট পরিচালনা

জরিমানা লক্ষ্য নয়, জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইলকোর্ট পরিচালনা

বশির আহমেদ, বন্দরবান জেলার প্রতিনিধি:: বান্দরবানে গত কয়েক মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে। বেশির ভাগ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এরই ধারাবাহিকতায় সড়কে চলাচলকারী গাড়ি ও মোটরসাইকেল চালক এবং জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন।

জেলার মেঘলা পর্যটন স্পষ্ট সংলগ্ন, তালুকদার পাড়া এলাকায় বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় সড়কে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহী, ফিটনেস বিহীন চলাচলকারী গাড়ি, ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬,৯২,৭৭ ধারায় বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন, এতো দুর্ঘটনার পরেও মানুষ সচেতন না, মোবাইল কোর্টে জরিমানা করা মূল লক্ষ্য নয়, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। এসময় সচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বি আর টি এ, বান্দরবান এর মোটর যান পরিদর্শক, মোঃ আরিফুল ইসলাম সহ পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের ব্যাক্তিবর্গ।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com