বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

জমির নিবন্ধনের ক্ষেত্রে অতিরিক্ত উৎসে কর বাতিলের দাবিতে মানবববন্ধন

নবাবগঞ্জে মানবববন্ধনে দলিল লেখক ও ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে জমির নিবন্ধনের ক্ষেত্রে অতিরিক্ত উৎসে কর বাতিলের দাবিতে মানবববন্ধন করেছে দলিল লেখক ও ভুক্তভোগীরা।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে তাঁরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা জানান, নবাবগঞ্জ উপজেলায় প্রতি শতাংশ জমির উপর ধার্যকৃত বর্তমান অতিরিক্ত উৎস কর ৩০ হাজার টাকা এবং প্রতি কাঠায় ধার্যকৃত অতিরিক্ত উৎস কর প্রায় ৫০ হাজার টাকা করা হয়েছে। এর ফলে দলিল নিবন্ধনের সংখ্যা যেমন কমেছে তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। তাই দ্রুত অতিরিক্ত উৎসে কর বাতিলের দাবি জানান তারা।

দলিল লেখক আসলাম উদ্দিন বলেন, এভাবে উৎসে কর দিয়ে কেউ জমির দলিল করতে চায় না। ফলে লেখকরাও বেকার হয়ে পড়ছে। জমির দামের সাথে বর্ধিত ফি’র অনেক তফাত রয়েছে। নবাবগঞ্জে প্রত্যন্ত গ্রামে এক কাঠা জমির দাম ৩০ হাজার থেকে ৫০ হাজারে বিক্রি হচ্ছে। সেখানে কাঠা প্রতি ৫০ হাজার উৎসে কর দিলে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জমি কিনতে তারা উৎসাহ হারাচ্ছে। এসময় পরে মানববন্ধনের আয়োজকদের পক্ষ থেকে উপজেলা ভূমি রেজিস্ট্রারের বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা সাব রেজিস্ট্রার মো. নাজমুল হাসান বলেন, গেজেট প্রকাশের আগে মে মাসে ১ কোটি ৭৮ লাখ টাকা উৎসে কর আদায় হয়। গত জুন মাসেও ২ কোটি ৮৪ হাজার টাকা উৎসে কর আদায় হয়। কিন্তু গেজেট সংশোধনের পর জুলাই মাসে মাত্র ২৬ লাখ ৭৫ হাজার টাকা উৎসে কর আদায় হয়েছে। এভাবে ক্রমশই রাজস্ব কমছে। তবে সরকারের সিদ্ধান্তের বাইরে আমাদের কিছু বলার নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com