শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

জমজ বাইকের মালিক ইউসুফের খুঁটির জোর, ভাই শিবির নেতা

মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় মায়ের দোয়া হুন্ডা সার্ভিস এর সত্ত্বাধিকারী মোঃ ইউসুফ আলী দিনের পর দিন প্রসাশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লোক ঠকানো ব্যবসায় মেতে উঠেছে এ যেন মগেরমুল্লক দেখার কেউ নেই।

ইউসুফের এই জারিজুরির কথা সংবাদ মাধ্যমে প্রকাশের পরেও ক্ষমতার দাপট দেখিয়ে সাংবাদিকদের একের পর এক প্রান নাশের হুমকি ধামকি ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটিয়েছে।

দিনের পর দিন অবৈধ কাজ করার পরেও ইউসুফের ক্ষমতার উৎস কোথায় তথ্য সংগ্রহ কালে বেরিয়ে আসে দুইজন গডফাদারের নাম ইউসুফের ছোট ভাই আইয়ুব আলী ও হাসান তালুকদার।

ইউসুফের ছোট ভাই আইয়ুব আলী সলঙ্গা থানার রোড শাখার ছাত্র শিবির সভাপতি হওয়ার কারনে সাংবাদিকদের একের পর এক হুমকি ধামকি দিয়ে আসছে ইউসুফ।

তালুকদার মটরস এর সত্ত্বাধিকারী মোঃ হাসান তালুকদার মোটরসাইকেল পার্সের দোকানদার, ক্রেতারা যে কোন পার্স কিনে ইউসুফকে দিয়ে গাড়ী সাড়ালে ইউসুফকে কমিশন দিতে হয় এবং ইউসুফ তালুকদার মটরস ছাড়া পার্স কেনেন না, সাধারন ক্রেতাদের পকেট ফাঁকা করে নিজেদের পকেট ভরছে দিনের পর দিন। এ প্রতারনার শেষ কোথায় সচেতন মহলের দাবি।

ইউসুফের ছোট ভাই আইয়ুব আলী ছাত্র শিবির এর সভাপতি কি না জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবির এর সভাপতি মাসুদ মুঠফোনে জানান, আইয়ুব আলী বর্তমানে সলঙ্গা থানার রোড শাখা ছাত্র শিবির এর সভাপতি হিসাবে দায়িত্বে আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com