বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

চোরাচালান প্রতিরোধে দ্বিতীয় নেত্রকোণা জেলা পুলিশ

মোঃ নাজমুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা পুলিশের সাফল্যের খাতায় যোগ হল আরেকটি মাইলফলক।
সুদক্ষ পুলিশসুপার ফয়েজ আহমেদ “র নেতৃত্বে পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও মেধার সমন্বয়ে দিন দিন এগিয়ে যাচ্ছে নেত্রকোনা জেলা পুলিশ।

নেত্রকোনা জেলার দূর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলার বিস্তৃর্ণ এলাকা প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত ঘেরা। সীমান্তের দু-উপজেলাসহ জেলার চোরাচালান প্রতিরোধে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ ২০২৩ উপল‌ক্ষে ২০২২ সালে চোরাচালান প্রতিরোধ খ ক্যাটাগরিতে বাংলাদেশ পু‌লিশের সকল ইউ‌নিটসমূহের ম‌ধ্যে দ্বিতীয় স্থান দখল করে জেলা পুলিশ নেত্রকোনা।

চোরাচালানকৃত পণ্য উদ্ধার এবং প্রতিরোধে ভালো ফলাফলের কারণে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুলিশ সপ্তাহ‌ উপলক্ষে রাজধানী ঢাকায় নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের হাতে এ পুরস্কার তুলে দেন ।

পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বলেন, নেত্রকোনা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফলে এই ফলাফল আমরা পেয়েছি। আগামীতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com