শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিতদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন

চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিতদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার দোহারে প্যানেল চেয়ারম্যান পদে তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিতদের পুনর্বাসনের অভিযোগে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে গণতন্ত্রগামী ও স্বৈরাচার বিরোধী দোহারবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

এসময় ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। মিছিলটি জয়পাড়া কলেজ থেকে বের হয়ে জয়পাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় হয়ে উপজেলা প্রাঙ্গণে এসে মানববন্ধন করে।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার দোসরদের উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পদে পূনর্বাসন করা হয়েছে। যারা ছাত্র আন্দোলনে হামলায় অংশ নিয়েছে তাঁদের জায়গা দোহারের মাটিতে হবে না। এসময় দোহারের তিনটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের অপসারণের দাবি জানান বিক্ষোভকারীরা। গত ২২ সেপ্টেম্বর ঢাকা জেলা প্রশাসকের স্বাক্ষরে দোহারের কুসুমহাটি, নয়াবাড়ী ও সুতারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিয়োগের চিঠি দেয় হয়।

মানববন্ধনে স্থানীয়দের অভিযোগ এতো দিন যারা আওয়ামীপন্থী চেয়ারম্যানদের সাথে থেকে স্বার্থ নিয়েছে তাঁদেরকেই প্যানেল চেয়ারম্যানে বসানো হচ্ছে। এটা সাধারন মানুষ মেনে নিবে না। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com