বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
মোঃ দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের চিরিরবন্দরে বি.আর.টিসি বাসের ধাক্কায় টংগো নাথ রায় (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২জন।
বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর রাণীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মোক্তারুল হোসেন (২২) ও আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের রিয়াজুল ইসলাম (৪০)। তাদের আশংকাজনক অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে দিনাজপুরগামী একটি বি.আর.টিসি বাস রাণীরবন্দর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা পথচারীদের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের নিহত ও দুইজন আহত হয়। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি.এম শামসুর নুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত টংগো নাথ রায় জেলার খানসামা উপজেলার টংগুয়া গ্রামের বাসিন্দা।