বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় আব্দুল মজিদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল মজিদ উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফকির পাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর চম্পাতলী বাজারের সামনে ফকিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি.এম শামসুর নুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আব্দুল মজিদ বাজার হতে নিজ বাড়ি ফেরার পথে ফকিরের মোড়ে এসে পৌছলে রংপুরগামী একটি মিনিবাস বিপরীত দিক থেকে আসা অন্য আরেকটি মিনিবাসকে সাইট দিতে গেলে রাস্তার ধারে থাকা আব্দুল মজিদকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।