শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর বেকিপুল বাজারের সামনে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদুল ইসলাম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রবিবার রাত ১১টায় দিকে ঘটনাটি ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জি.এম শামসুর নুর ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম বেকীপুল বাজার থেকে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুত্বর ভাবে জখম হয়ে ঘটনাস্থলেই তার মারা যায়। জাহিদুল ইসলাম উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের মৃত আহসান আলীর পূত্র বলে জানা গেছে।