শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে আলু বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় পরিমল দাস (৪২) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাজীরমোড় বাজারের সামনে এ ঘটনাটি ঘটেছে। ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরববন্দর থানার অফিসার ইনচার্জ মো: হারেসুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পরিমল হাজির মোড় এলাকায় দাড়িয়ে ট্রাক্টরের ড্রাইভারের সাথে কথা বলার সময় পেছন থেকে পার্বতীপুরগামী আলু বোঝাই একটি পিকআপ ভ্যান ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দিলে পরিমল ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত পরিমল চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর দাসপাড়া গ্রামের মৃত বিজয় দাসের পুত্র বলে জানা গেছে।