বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

চিরিরবন্দরে নদী থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::

দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদীর সাইতাড়া রাবার ড্যামে গোসল করতে গিয়ে নদীতে ডুবে যাওয়া তৃতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্র মোঃ মনিরুজ্জামান ওরফে মনির (১১) এর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

এলাকাবাসী ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস স্টেশন সুত্রে জানা গেছে, গত ২ আগষ্ট শুক্রবার বেলা ১১টায় উপজেলার পশ্চিম সাইতাড়া ফোরকানিয়া মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্র মাদ্রাসার মেঝেতে বিছানো মাদুর নদীতে ধৌত করে নদীর ধারে শুকাতে দিয়ে গোসল করতে নদীতে নামলে মনিরুজ্জামান ডুবে যায়। সংবাদ পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরী দল দিনভর উদ্ধারের চেষ্টা করেও উদ্ধার করতে না পেরে উদ্ধার অভিযান সমাপ্ত করেন।

পরদিন ৩ আগষ্ট শনিবার বেলা সাড়ে ১১টায় রাবার ড্যামের দেড় কিলোমিটার ভাটিতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি ইউডি মামলা হয়েছে। মৃত মনিরুজ্জামান উপজেলার পশ্চিম সাইতাড়া ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের পুত্র বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com