সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

চিরিরবন্দরে ডাক বাংলোর নব-নির্মিত ভবনের উদ্বোধন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::

দিনাজপুরের চিরিরবন্দরে জেলা পরিষদের আওতায় আধুনিক নব-নির্মিত ডাকবাংলোর দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। ৪ কক্ষ বিশিষ্ট ডাক বাংলোর নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি। জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ভবণটি নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার সকালে নবনির্মিত ডাক বাংলো ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মানিক মিয়া।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাউল করিম, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহম্মেদ, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আয়ুবুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার সরকার ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটনসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com