সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের চিরিরবন্দরে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রোববার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের হাজির মোড় এলাকার এম.এইচ তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিন সুকদেবপুর গ্রামের মৃত আব্দুল বাকীর পূত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভ্যানচালক সিরাজুল ইসলাম প্রতিদিনের ন্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে চিরিরবন্দর ঘুঘুরাতলী যাওয়ার পথে হাজির মোড় এলাকার এম এইচ তেল পাম্পের সামনে এসে পৌছলে একটি ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পার্শ্বে উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে চিরিরবন্দন থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।