শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥ নষ্ট টিভি মেরামত করাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদের জেরে দিনাজপুরের চিরিরবন্দর পল্লীতে জুমানা আকতার মিতু (২০) নামে এক গৃহবধু নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী ও অমরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হেলাল সরকার জানান, আজ রোববার দুপুর ১২টায় পূর্ব শ্যামনগর গ্রামের হোটেল শ্রমিক স্বামী লতিফর রহমানের সাথে সকালে নষ্ট টিভি মেরামত করা নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই জের ধরে পরিবারের লোকজনের অগোচরে অভিমানে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন লিখিত পাওয়া যায়নি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।