শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ জলবায়ু ও পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে বৃক্ষ চারা বিতরণ করেছে বেসরকারী সংস্থা নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ)। গতকাল ২৮ আগষ্ট মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার পুরাতন ভূমি অফিস সংলগ্ন মাঠে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান এক’শ পরিবারের মাঝে একটি করে আম আমড়া জলপাই তেজপাতা ও পেয়ারার মোট পাঁচটি করে চারা বিনামূল্যে করেন। এনডিএফ সভাপতি নির্মল সরেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর এনডিএফ কার্যালয়ের এগ্রিকালচার টেকনিক্যাল এন্ড আইটি কর্মকর্তা পংকজ লাকড়া, ৯নং ভিয়াইল ইউপি চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায়, উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি আগষ্টিন হেমরম, সম্পাদক নিতাই হাসদা, সাংবাদিক দেলোয়ার হোসেন বাদশাসহ বিভিন্ন ইউনিয়ন পরিসদের সদস্যবৃন্দ।