বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৩৯ লাখ টাকার হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে শপিং ব্যাগে করে ৩৯ লাখ টাকা মূল্যের হেরোইন নিয়ে পালানোর সময় এক তরুণকে আটক করেছে র‍্যাব। শনিবার (০৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার নয়াগোলা উত্তর ভবানীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

শনিবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৫। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটক তরুণ শিবগঞ্জ উপজেলার মো. আবু বক্কর আলীর ছেলে মো. আমির আলী (১৯)। আটকের সময় তার কাছ থেকে শপিং ব্যাগে ৩৯ লাখ টাকার ৩৯০ গ্রাম হেরোইন ছাড়াও একটি মোবাইল ফোন, সিম কার্ড ও মেমোরি কার্ড জব্দ করে র‍্যাব।

র‍্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা উত্তর ভবানীপুর জামে মসজিদের বিপরীত দিকে আদিল আরিফ এন্টারপ্রাইজের সামনে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব। পরে দুপুর আড়াইটার দিকে সেখানে র‍্যাবের একটি দল পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে হাতে শপিং ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে আমির আলী। এ সময় ব্যাগসহ হাতেনাতে তাকে আটক র‍্যাব সদস্যরা।

আটক তরুণের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণীর ৮(গ) ধারায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় র‍্যাব-৫।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com