মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
রূপগঞ্জে চাঁদাবাজদের দাবিকৃত ১০ লাখ টাকা না দেয়ায় জয়দেব চন্দ্র সরকার নামে এক হিন্দু কৃষকের জমির ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও চাঁদাবাজরা পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ধামকি, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় পরিবারের পক্ষে রেনুকা রানী সরকার বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল অনুমান ১০টার দিকে রেনুকা রানীসহ তার পিতা জয়দেব তাদের উল্লেখিত দাগের জমিতে ফসলাদি দেখা শুনা করাকালে উপরোক্ত বিবাদীরাসহ আরো অজ্ঞাত ৪/৫জন বিবাদীরা জমিতে গিয়ে তাকেসহ তার পিতাকে পূর্বের দাবিকৃত ১০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় বিবাদীরা ক্ষিপ্ত হইয়া রেনুকা সহ তার পিতাকে মারপিট করার জন্য চড়াও হয়। এসময় জীবনের ভয়ে তারা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন আগাইয়া আসে। তখন চাঁদাবাজরা জমিতে আবাদকৃত ইরি ফসলীর চারাগাছগুলো নষ্ট করে ব্যাপক ক্ষতিসাধন করে এবং তাদের হুমকি ধামকি প্রদর্শন করে চলে যায়। পরে উক্ত ঘটনার বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানাইলে তাহারা আপোষ মীমাংসার চেষ্টা করিয়াও ব্যর্থ হয়।
স্থানীয়রা জানান, রূপগঞ্জ ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ (দিঘীরপাড়) এলাকার জয়দের চন্দ্র সরকারের কন্যা রেনুকা রানী সরকার (৩৪) ভুলতা ইউনিয়ন বেরোক মৌজার এসএস-৩০৫ আর এস-৫৮৫-৫৮৬-৫৮৭নং দাগে ৩১ শতাংশ সম্পত্তি তার পিতা জয়দেব চন্দ্র সরকার মালিক ও ভোগ দখলে থাকিয়া মৌসুমান্তে বিভিন্ন ফসলাদি আবাদ করিয়া শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আসছে। বর্তমানে সে ও তার পিতা জয়দেব তাদের উল্লেখিত দাগের জমিতে কোন প্রকার কাজকর্ম করতে গেলেই বিবাদী ০১। মোঃ সোহেল রানা (৩৭) পিতা মৃত নবীউল্লাহ ভুইয়া, ০২। বিল্লাল হোসেন (৪০) পিতা-ফালু ভুইয়া, উভয় সাং-মাছুমাবাদ, পোস্ট মাছুমাবাদ, থানা- রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জদ্বয় বাধা দিয়ে তাদের কাছে নগদ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে জমিতে কোন প্রকার কাজকর্ম করতে দেবেনা হুমকি ধামকি দেন সোহেল রানা। জমিতে থাকা ফসলাদি নষ্ট করাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন করে। গত ২৮ ফেব্রুয়ারী অবশেষে পরিবারের পক্ষে রেনুকা রানী সরকার বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।
রূপগঞ্জ থানার ওসি আব্দুল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।