শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

চমেক হাসপাতাল থেকে দুই দালাল গ্রেফতার

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ডের সামনে থেকে দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে আটক করে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রামুর ৬ নম্বর ওয়ার্ড রাজারপুল এলাকার বোরহান উদ্দিন (২৪) ও পটিয়ার ৯ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তপুর এলাকার সুজন দাস (৩৮)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দালালকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com