সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

চতুর্থ বারের মতো জয়ী হলেন শাহীন আহমেদ

নিজস্ব প্রতিনিধি।।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। এ নিয়ে তিনি টানা চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।

বুধবার অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে শাহীন আহমেদ পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলতাফ হোসেন বিপ্লব কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ২৯৩ ভোট।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৪৯ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন লিটন। তার নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বি মনির হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫১২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৬৯ হাজার ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের প্রার্থী রেশমা জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেরা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৯৮৪ ভোট।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, কেরানীগঞ্জ উপজেলায় ২২৫টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৬ লাখ ১১ হাজার ৬১০ জন।
উপজেলা চেয়ারম্যান পদে শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে সালাহউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমা জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com