বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কালুপারা গ্রামে আদিবাসি রবিন মারর্ডী ও তার স্ত্রী কেরিনা মুরমুর মধ্যে পারিবারিক কলোহের জেরে স্বামীর লোহার রডের আঘাতে স্ত্রী নিহত হয়েছে।
ঘোড়াঘাট থানা পুলিশ ও এলাকাবাসি জানান, দীর্ঘদিন থেকে কালুপারা গ্রামের আদিবাসি রবিন মারর্ডী ও তার স্ত্রী কেরিনা মুরমুর মধ্যে পারিবারিক কলোহ লেগেই থাকতো। এরই জের ধরে রোববার রাত আনুমানিক ৩টার দিকে আবারো স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে।এতে স্বামী রবিন চড়াও হয়ে স্ত্রী কেরিনাকে লোহার রড দিয়ে মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী কেরিনা মারা যায়।
এদিকে, স্বামী রবিন মারর্ডী স্ত্রীকে হত্যা করে নিজে বিষ পানে আত্বহত্যার চেষ্টা করেন। পরে পুলিশ মুমুর্ষ অবস্থায় রবিনকে ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপরদিকে স্ত্রী কেরিনার লাশ মর্গে প্রেরন করা হয়েছে।