বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার লালবাগ গ্রামের রিজু মিয়ার কলেজে পড়ুয়া স্ত্রী শিমু অন্য প্রেমিকার হাত ধরে অজানার উদ্দেশ্যে উধাও হওয়ার সংবাদ পাওয়া গেছে। প্রেম মানেনা জাতি ধর্ম, জাত কুল, সময় অসময় এমনকি মানেনা ভেদাভেদ।
জানা যায়, ঘোড়াঘাট পৌর এলাকার লালবাগ গ্রামের রফিকের ছেলে রিজু মিয়া একই গ্রামের খালার মেয়ের সাথে প্রেম অতপর বিয়ে হয়। বিয়ের পর স্বামী রিজু স্ত্রী শিমুকে ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজে এইচএসসি পাশ করার জন্য ভর্তি করে দেয়। কলেজে স্ত্রী শিমু লেখাপড়া শুরু করেন। এদিকে স্বামী রিজুর মেহেদীর রং মুছতে না মুছতেই স্ত্রী অন্যের হাত ধরে অজানার উদ্দেশ্যে পারি জমায়।
রিজুর পরিবার সুত্রে জানা যায়, গতকাল শিমু কলেজের উদ্দেশ্যে ব্যাগের মধ্যে প্রয়োজনীয় কাপড় চোপর ও সোনার অলংকার নগদ টাকা নিয়ে উধাও হয়।
অপরদিকে এলাকাবাসি জানান, খ্রিষ্টান ধর্ম অবলম্বনকারী প্রেমিকের হাত ধরে সংসার বাধার উদ্দেশ্যে শিমু উধাও হয়েছে।এ ঘটনায় রিজুর বাবা রফিক বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি হারানো জিডি দায়ের করেছে।