শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আবিরের পাড়া গ্রামে সমন্ধির বাড়ীতে বেরাতে এসে ভগ্নিপতি খুন হওয়ার খবর পাওয়া যায়।
ঘটনাটি গত শনিবার ঘোড়াঘাট উপজেলার আবিরের পাড়া গ্রামে সমন্ধি ছহির উদ্দিনের বাড়ীতে তার ভগ্নিপতি আমির হোসেন জমি বন্ধকি নেয়ার জন্য ডের লাখ টাকা নিয়ে আসলে পারিবাড়িক কলহ সৃষ্টি হয়। এতে সমন্ধি পরিক্লত ভাবে ভগ্নিপতিকে হত্যা করে লাশ তার নিজ বাড়ীর আম গাছের সাথে ঝুলিয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ভগ্নিপতি আমির হোসেনের লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় পুলিশ জানান মৃতা আমির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ছুরির ক্ষত-বিক্ষর চিহ্ন পাওয়া যায়। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন আমির হোসেনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মৃত আমির হোসেনের বাড়ী গাইবান্ধা জেলার ফুলছরি থানার কাশমের ছেলে।