বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি::

দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম ও ওসি তদন্ত ফেরদৌস আলী সংগীয় ফোর্স নিয়ে দিনাজপুর টু বগুড়া মহাসড়কে হাটপাড়া এলাকায় চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন বাস, ট্রাক ও প্রাইভেটকার তল্লাসি করেন। এ সময় একটি প্রাইভেটকার তল্লাসি করে ২শ ৫০বোতল ও লিকুইটসহ ভারতীয় নিশিদ্ধ ফেন্সিডিল এবং ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আটক মাদক ব্যবসায়ীরা দিনাজপুর জেলার নবাবগজ্ঞ উপজেলার এরশাদুল ইসলাম (২৫), নুরনবী (২৪) ও কারের ড্রাইভার বাবু মিয়া (২০)কে মাদক দ্রব্য আইনে নিয়োমিত মামলা রুজু করে জেল হাজুতে পাঠিয়ে দেয়।

মাদক ব্যবসায়ীরা নবাবগঞ্জ উপজেলার দলারদরগাহ নামক স্থান থেকে ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাওয়ার পথে ঘোড়াঘাট হাটপাড়া এলাকায় আটক হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com