শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
ঘোড়াঘাট প্রতিনিধি::
দিনাজপুরের ঘোড়াঘাট থানায় আমদানি নিষিদ্ধ ৭শ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক ও পাথর বোঝাই ট্রাক আটক করেছে পুলিশ।
গোপন সংবাদ পেয়ে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ঘোড়াঘাট থানার রানীগঞ্জ পেট্রোল পাম্পের সামনে চেকপোষ্ট বসিয়ে পাতর বোঝাই (ঢাকা মেট্রো-ট-২০-৪৮৩৫)
ট্রাকটির গতিরোধ করে। পরে তল্লাসি করে ওই ট্রাক থেকে ৩টি বস্তায় ৭শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গাড়ীর চালক সাইদুর রহমান ও হেলপার পাইলট ইসলাম কে আটক করেন। তাদের উভয়ের বাড়ি বগুড়া জেলার বাসিন্দ বলে জানাযায়।
হিলি সার্কেল অফিসার এএসপি আকিউল ইসলাম জানান, তারা দীর্ঘদিন থেকে ট্রাকে করে মাদকদ্রব্য পাচার করে আসছে।