শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে পাথর বোঝাই ট্রাক থেকে ৭শ বোতল ফেন্সিডিলসহ আটক ২

ঘোড়াঘাট প্রতিনিধি::

দিনাজপুরের ঘোড়াঘাট থানায় আমদানি নিষিদ্ধ ৭শ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক ও পাথর বোঝাই ট্রাক আটক করেছে পুলিশ।

গোপন সংবাদ পেয়ে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ঘোড়াঘাট থানার রানীগঞ্জ পেট্রোল পাম্পের সামনে চেকপোষ্ট বসিয়ে পাতর বোঝাই (ঢাকা মেট্রো-ট-২০-৪৮৩৫)

ট্রাকটির গতিরোধ করে। পরে তল্লাসি করে ওই ট্রাক থেকে ৩টি বস্তায় ৭শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গাড়ীর চালক সাইদুর রহমান ও হেলপার পাইলট ইসলাম কে আটক করেন। তাদের উভয়ের বাড়ি বগুড়া জেলার বাসিন্দ বলে জানাযায়।

হিলি সার্কেল অফিসার এএসপি আকিউল ইসলাম জানান, তারা দীর্ঘদিন থেকে ট্রাকে করে মাদকদ্রব্য পাচার করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com