শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর নব-নির্মিত ইউনিয়ান পরিষদের ভবনের ফিতা কেটে উদ্বোধন করাসহ ওসমানপুর উচ্চ বালিকা বিদ্যালযের ৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে চারতলা ভবনের ফলক উম্মোচন করন উপলক্ষ্যে এক আলোচনা সভা হয়েছে।
বুধবার বেলা ১২টায় ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর উচ্চ বালিকা বিদ্যালযের চারতলা ভবনের ফলক উম্মোচন করন উপলক্ষ্যে এক আলোচনা সভা হয়।
এতে আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের এমপি শিবলি সাদিক। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান রাফে খন্দকার সাহেনসাহ ও ঘোড়াঘাট উপজেলার নিবাহী অফিসার ওয়াহিদা খানম, থানার ওসি আমিরুল ইসলাম। এর আগে দুটি ভবনের ফলক উম্মোচন করেন এমপি শিবলি সাদিক।