বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে বেদম মারপিট করে তার বাম চোখ অন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘোড়াঘাট থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ৭ আগষ্ট সন্ধায় ঘোড়াঘাট উপজেলার শীধলগ্রামের আরিফ মিয়ার ছেলে সুজা মিয়াকে হাকিম কর্তৃক চর, থাপ্পর মারাকে কেদ্র করে, এ ঘটনার উৎপত্তি হয়।
এরই জের ধরে ঘটনার দিন সন্ধায় তাকে একা পেয়ে প্রতিপক্ষ আরিফ তার দলবল নিয়ে হাকিম মিয়াকে একা পেয়ে বেদম মারপিট করতে থাকে। এ সময় হাকিমের মা নুরভানু ছেলেকে মারার সংবাদ পেয়ে সেখানে ছুটে গেলে তাকেও লোহার রড দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনার সময় হাকিমের মাথায় ও বাম চোখে লোহার রড দ্বারা আঘাত করলে সে মাটিতে লুটে পরে। এতেও তারা ক্ষান্ত না হয়ে হাকিমের বাম চোখে লোহার রড দ্বারা আঘাত করলে তার চোখ অন্ধ হয়ে যায়।
এ ঘটনায় আহত হাকিম মিয়াকে উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কেদ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তার বামচোখটি দিয়ে দেখতে পাবেনা বলে জানিয়েছে। এ ঘটনায় হাকিমের বাবা আফজাল হোসেন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলার একটি অভিযোগ দায়ের করেছে বলে জানাযায়।