মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা:: কুয়াকাটায় একটি ঘর থেকে আরিফ হোসেন (২৫) ও রিয়া মনি (২২) নামে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটার লতাচাপলি ইউনিয়নের পশ্চিম আছালতপাড়া থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। আরিফ হোসেন একই গ্রামের আলী হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আরিফ পেশায় একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে আয় রোজগার করতেন। তার মা-বাবা দু’জনে ঢাকায় থাকেন। কিছুদিন আগে তিনি জমি কিনে এখানে ঘর তৈরি করেন। স্বামী-স্ত্রী দু’জনে দুপুরের দিকে তাদের মিশ্রীপাড়া আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসেন। কি নিয়ে কি হয়েছে তা কেউ বলতে পারেনি। তবে রাতে এই দম্পতির মধ্যে ঝগড়া শুনতে পেয়েছিলেন প্রতিবেশিরা। পরে ১২টার দিকে এ দম্পতির শিশুকন্যার কান্না শুনে বাড়িতে যান স্বজনরা। পরে আরিফ ও রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

আরিফের ভাগিনা খাইরুল জানান, ‘তিনি গিয়ে তার মামাকে ঘরে এবং মামানিকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ময়নাতদন্তের জন্য লাশ দু’টি পটুয়াখালী মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com