বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আগামী কাউন্সিলে ওয়ার্ড পর্যায়ের ত্যাগী এবং সাহসী নেতাকর্মীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে কমিটি করা হবে। এই কমিটির সভাপতি/সম্পাদকদের নিয়ে প্রতিমাসে একটি করে কর্মশালা করা হবে। এই কর্মশালায় দিকনির্দেশনা দেয়া হবে দল কিভাবে চলবে। দলে কোন বহিরাগত বা সন্ত্রাসীর জায়গা হবে না। বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আফছার আলীর সঞ্চালোনায় প্রতিমন্ত্রী আরো বলেন আপনারা সমঝোতার ভিত্তিতে কমিটি করবেন সমঝোতার ভিত্তিতে কমিটি করলে দলে কোন দ্বন্দ থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে সুস্থ্য ধারার রাজনীতি চালু করেছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার ১৬ নভেম্বর) সকাল ১০ টায় বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা করা হয়। সভায় আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।