বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, হামলা ও প্রাণহানির ঘটনায় চারদিন ধরে চলমান কারফিউ ও ১৪৪ ধারা অবশেষে প্রত্যাহার করা হয়েছে। তবে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টা থেকে গোপালগঞ্জ জেলার কোথাও আর কারফিউ বা ১৪৪ ধারা বলবৎ থাকবে না। পরিস্থিতির সার্বিক মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “জেলায় জারি থাকা কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। তবে যারা সহিংসতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে অভিযান চলবে।”

গত ১৬ জুলাই গোপালগঞ্জ সদরে এনসিপির কেন্দ্রীয় সমাবেশ ও পদযাত্রাকে কেন্দ্র করে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলার জেরে এনসিপি সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দিনভর সংঘর্ষে চারজন নিহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করে জেলা প্রশাসন। পরবর্তীতে কয়েক দফায় কারফিউর সময়সীমা বাড়ানো ও শিথিল করা হয়: বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা–শুক্রবার দুপুর ১১টা, শুক্রবার দুপুর ২টা–সন্ধ্যা ৬টা, শনিবার সকাল ৬টা–রাত ৮টা পর্যন্ত শিথিলতা, শনিবার রাত ৮টা–রোববার সকাল ৬টা, রোববার সকাল ৬টা–রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ।

চলমান এ উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রোববার রাতে ঘোষণা আসে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহারের।

বুধবারের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে নিহত চারজনের ঘটনায় চারটি পৃথক মামলা করা হয়েছে, যার প্রতিটিতে প্রায় দেড় হাজার করে মোট ৬ হাজার জনকে আসামি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com