সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
মিরন খন্দকার, গাজীপুর থেকে:: গাজীপুর মহানগর প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মো. রেজা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতি নির্বাচিত মো. রেজা চৌধুরীকে আহ্বায়ক করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় সরকার জুটন, সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ, প্রচার সম্পাদক মো. সালাহ উদ্দিন, অর্থ সম্পাদক মো. রেজা হাসান, দপ্তর সম্পাদক মো. মানিক মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. এম এস হাসান, কার্যনির্বাহী সদস্য মো. হামিদ খান, মো. তরিকুল জুয়েল, মো. মিরণ খন্দকার, মো. হারিছুর রহমান শিপলু ও মো. আসিফ মিয়া।
নবগঠিত কমিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ সাংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কালিয়াকৈর উপজেলা শাখা, সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগ, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ কালিয়াকৈর গাজীপুর, রেজাউল করিম রাসেল সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আসীন করেন।
প্রধান অতিথির বক্তব্য রাসেল বলেন গাজীপুর মহানগর প্রেসক্লাব একটি গণতান্ত্রিক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে গাজীপুরের সাংবাদিকরা সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি নবগঠিত কার্যকারী কমিটির সভাপতিসহ সকল সদস্যদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশা করেন, নতুন কমিটি গাজীপুরের সাংবাদিকদের অধিকার রক্ষায় এবং সাংবাদিকতা পেশার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জনাব রাসেল বলেন, সাংবাদিকরা সমাজের চোখ। তারা সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই সাংবাদিকদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন ও নিপীড়ন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
জনাব রাসেল বলেন, সাংবাদিকতা পেশার উন্নয়নে সরকারকে আরও বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে। সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, গাজীপুর মহানগর প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষায় এবং সাংবাদিকতা পেশার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি আশা করি, নতুন কমিটি এই ধারাবাহিকতা বজায় রাখবে।
বক্তব্যের শেষে জনাব রাসেল গাজীপুর মহানগর প্রেসক্লাবের নবগঠিত কার্যকারী কমিটির সফলতা কামনা করেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়যুক্ত হওয়ার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. রেজা চৌধুরী বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা ও সাংবাদিকতা পেশাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাজ করে থাকে। আমরা নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সুন্দরভাবে পরিচালনার জন্য কাজ করব।
সভায় উপস্থিত সাংবাদিকরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।