রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার অদূরে গাজীপুর জেলার মাওনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক পূর্বের যে কোন সময়ের তুলনায় বর্তমানে দেশি-বিদেশি পর্যটকের পদভারে মুখরিত। বাংলাদেশের অন্যান্য পর্যটন/বিনোদন কেন্দ্র সমূহের তুলনায় এবং যেকোন বিবেচনায় গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক অত্যন্ত দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হওয়ায় প্রতিনিয়ত হাজার হাজার দেশি-বিদেশি দর্শনার্থী/পর্যটকের বিনোদনের প্রধান উৎস এ সাফারী পার্ক। দর্শনার্থী/পর্যটকের চাহিদা মাথায় রেখে দিন দিন এ সাফারী পার্কের অভ্যন্তরে বিভিন্ন বিনোদন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। পার্কের অভ্যন্তরে পরিস্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, সৌন্দর্য্য বর্ধনের যাবতীয় ব্যবস্থা পর্যটক/দর্শনার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ দেশি-বিদেশি ও বিলুপ্তপ্রায় নানাহ প্রজাতির বিরল প্রাণীর সংখ্যা দিন দিন বাড়ছে। মহিলা ও শিশু দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত বিনোদন সুবিধা রাখা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক প্রকল্পে আগের চেয়ে জনবল কম ও অর্থ বরাদ্দ কম থাকা সত্ত্বেও প্রশাসনিকভাবে প্রকল্প পরিচালক সামসুল আজম বঙ্গবন্ধু সাফারী পার্কের সার্বিক উন্নয়নে নিরলসভাবে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রকল্প পরিচালক সামসুল আজম এ পার্ক প্রকল্পের দায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত নাম সমুজ্জ্বল রাখতে এ সাফারী পার্কের উন্নয়ন ও দৃষ্টিনন্দনে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রকল্প পরিচালক সামসুল আজমের গতিশীল নেতৃত্বে গত মার্চ ১৭ থেকে বঙ্গবন্ধু সাফারী পার্কের সার্বিক উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক দেশি-বিদেশি পর্যটক/দর্শনার্থীদের জন্য এশিয়ার সেরা সাফারী পার্কের মর্যাদা লাভ করবে বলে অভিজ্ঞ মহল মনে করে।