শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
গাজীপুর প্রতিনিধি:: টাঙ্গাইলের মধুপুর থেকে বন্ধুকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রোববার (১০ নভেম্বর) সকালে নাওজোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার আনজি গ্রামে।
উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে তাদের বহনকারী প্রাইভেটকারটি কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশনে পৌঁছলে ইউটার্ন করে পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির ঘটনাস্থলেই, মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ও জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।