বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

গরুর গাড়ি এখন রূপকথার গল্প

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ ‘আস্তে বোলাও গাড়ি, আরেক নজর দেখিয়া নেং মুই দয়ার বাপের বাড়িরে গাড়িয়াল’ এবং ‘ওকি গাড়িয়াল ভাই’ এর মতো যুগান্তকারী ভাওয়াইয়া গানগুলো এখনো গায়কের কণ্ঠে বেঁচে আছে। তবে কালের আবর্তে গ্রামবাংলার এক সময়ের জনপ্রিয় গরুর গাড়ি এখন যেন রূপকথার গল্প।

মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ের এক সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম গরুর গাড়ি আজ বিলুপ্তির পথে। যুগের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে এই বাহন।একসময় এ গাড়িতে মানুষ ও মালামাল বহন করা হতো। এছাড়া বিভিন্ন কৃষিজাত পণ্য ও ফসল বহনের কাজেও গরুর গাড়ির প্রচলন ছিল ব্যাপক।

বর্তমান মোটরযান ধীর গতির এই বাহনকে রূপকথার গল্পে নিক্ষেপ করেছে।গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন। আগে সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে গরুর গাড়ির প্রচলন শুরু হয়। সেখান থেকে কালক্রমে এটি দক্ষিণেও ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com