সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

গত ১৪ বছরে ৬৩ জাতের ধান উদ্ভাবন

নিজেস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এসব উচ্চ ফলনশীল ধান উদ্ভাবন করেছে। এর মধ্যদিয়ে ব্রি বর্তমানে দেশের প্রধান খাদ্যের ৯১ শতাংশ উৎপাদনে অবদান রাখছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাসস

বাংলাদেশের ধান উৎপাদন ২০২১-২২ সালে ৪ কোটি টন ছাড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ায় ধানের ফলনের দিক থেকে দেশকে শীর্ষস্থানে নিয়ে গেছে এবং সারা বিশ্বে র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ শাহজাহান কবির বলেন, গত ১৪ বছরে আমরা যেসব জাতের উদ্ভাবনের মাধ্যমে উৎপাদন শুরু করেছি তা বিভিন্ন পরিবেশ সহনশীল ও পরিবেশ বান্ধব। এগুলো দেশের মোট ধান উৎপাদনে বড় ধরনের অবদান রাখছে।

তিনি বলেন, সরকারের কৃষিবান্ধব নীতি এবং বিশেষ করে গবেষণার জন্য বর্ধিত বাজেট বরাদ্দের কারণে এই উন্নয়ন সম্ভব হয়েছে। যার ফলস্বরূপ ২০১০ সাল থেকে ধানের উৎপাদন বছরে প্রায় ৬.৬ লাখ টন বেশি হচ্ছে।

আরও বলেন, ২০০৯ সাল পর্যন্ত ব্রি-কে ধান নয়, এমন বিভিন্ন ফসল প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের অবশিষ্টাংশ বা যৌথ প্রকল্পের অধীনে ইরি বা আইএফইআরআই-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রদত্ত অর্থ দিয়ে গবেষণার কাজ চালাতে হতো।

আওয়ামী লীগ সরকার ধান গবেষণার জন্য ব্রি’কে অর্থ প্রদান শুরু করে। এই গবেষণার মধ্যদিয়ে ব্রি বিভিন্ন জলবায়ু পরিস্থিতিতে লবণাক্ত, খরা এবং জলমগ্ন ভূমিসহ দেশের প্রায় ৮০ শতাংশ আবাদি জমি ধান চাষের আওতায় আনতে সক্ষম হয়েছে। ব্রি কর্মকর্তারা জানান, গত ১৪ বছরে উদ্ভাবিত ৬৩টি জাতের মধ্যে ২৪টি লবণাক্ত সহনশীল, তিনটি খরা ও বন্যা সহিষ্ণু এবং দুটি জলোচ্ছ্বাস সহনশীল। একই সাথে রয়েছে বিভিন্ন পরিস্থিতিতে সহনশীল ধানের জাত রয়েছে।

তারা বলেন, বেশ কয়েকটি জাত বাসমতি ধরনের প্রিমিয়াম গুণাবলী সম্পন্ন। কয়েকটি জাতে অপুষ্টি, ডায়রিয়া এবং নিউমোনিয়া প্রতিরোধী জিঙ্ক রয়েছে। এমনও জাতের ধানও রয়েছে, যাতে ডায়াবেটিস রোগীদের জন্য অনুকূল উপাদান রয়েছে। বাংলাদেশে ২০০৯-২০১০ সালের আগে প্রতি হেক্টরে গড়ে তিন টনের কম ধান উৎপাদন হতো, যেখানে এখন তা প্রায় চার টনে পৌঁছেছে।

ব্রি’র উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. খন্দকার মোহাম্মদ ইফতেখারুদ্দৌলা বলেন, আমরা ইতোমধ্যেই ব্রি ধান-৯৩ উৎপাদন শুরু করেছি, যা উচ্চ ফলনশীল জাত হিসাবে প্রতি ইউনিট উৎপাদনের পরিমাণ ৪ টনেরও বেশি। আমরা আসন্ন বোরো মৌসুমে দুটি সংক্ষিপ্ত জীবন-চক্রের উচ্চ ফলনশীল জাতের মাধ্যমে উৎপাদন শুরু করার জন্য অপেক্ষা করছি, আমরা যার নাম দিয়েছি ব্রি ধান-৯৬ এবং ৮৮।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com