রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধিঃ এক মাস আগে বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। কিন্তু মাস পার হলেও খাল থেকে সেতুর ভাঙা অংশ অপসারণ না করায় ব্যাহত হচ্ছে নৌ চলাচল।
এক মাসেও অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি দ্রুত সেতুটি অপসারণসহ নতুন সেতু নির্মাণ করে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় ব্যবসায়ী অহিদুজ্জামান ডালিম বলেন, রায়েন্দা খালে নির্মিত সেতুটি ভেঙে পড়ায় আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। খালের পাশেই রয়েছে গুদামের মালামাল। এই খাল দিয়েই নৌকা বা ট্রলারে সেখানে যাতায়াত করা হয়। কিন্তু সেতুটি ভেঙে খালে পড়ে থাকায় নৌযান চালচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় তাজুল ইসলাম বলেন, রায়েন্দা খাল দিয়ে মাল বোঝাই ট্রলার, নৌকা, যাত্রীবাহী ট্রলারও চলাচল করে। ভাঙা সেতুর কারণে এসব নৌযান চলাচলে খুবই সমস্যা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আছাদুজ্জামান মিলন বলেন, ভাঙা সেতুটি অপসারণ করে চলাচল স্বাভাবিক করা প্রয়োজন। আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সঙ্গে কথা বলেছি। দ্রুত তারা সেতুটি অপসারণের আশ্বাস দিয়েছেন।
এলজিইডি বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, ভেঙে পড়া সেতুটি অপসারণের জন্য নিলামে দেওয়ার প্রক্রিয়া চলছে। কয়েক বছর আগেই আমরা সেতুটি পরিত্যক্ত ঘোষণা করি। তখন মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও দেওয়া ছিল। এ ছাড়া স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য কয়েক বছর আগে একটি বিকল্প সেতুও নির্মাণ করে দিয়েছি। তবে এখানে নতুন সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
এর আগে গত ১৬ আগস্ট রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। এরপর থেকে এ পর্যন্ত (১৬ সেপ্টেম্বর) সেতুটি খালের মধ্যে পড়ে আছে।