মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

খালিয়াজুরী পিআইসি কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নেত্রকোণা জেলা প্রতিনিধি:: নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার পিআইসি গঠনে অনিয়মের সাথে জড়িতদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে বিচারের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে “হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদ নেত্রকোনা” নামে একটি সংগঠন।

বুধবার (১০ মে) দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদ নেত্রকোণা এর আহ্বায়ক ও নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম শাওন, হাওর রক্ষা উন্নয়ন পরিষদে সদস্য লিংকন তালুকদার, সাংবাদিক শফিকুল ইসলাম তালুকদার।

এ সময় হাওর রক্ষা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ সুশীল সমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা হাওরে বেরীবাঁধ ও ফসল রক্ষা বাঁধ নিম্মানে পিআইসি গঠনে অনিয়মের সাথে জড়িতদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে জেলাপ্রশাসক অঞ্জনা খান মজলিসের হাতে স্মারকলিপি তুলে দেন হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদের আহ্বায়ক রবিউল আলম শাওন সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com