রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

খালিয়াজুরীতে ১৫ আগস্টে শহীদদের স্মরণে আলোচনা সভা

নেএকোনা জেলা প্রতিনিধি:: নেত্রকোনার খালিয়াজুরীতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে খালিয়াজুরী সদরের কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুজ্জামান তালুকদার (সুয়েব), উপজেলা চেয়ারম্যান রব্বানী জব্বার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, দুলাল সরকার, চাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, খালিয়াজুরী সদর ইউনিয়ন চেয়ারম্যান যুগ্ন সম্পাদক আবু ইছহাক, যুগ্ন সম্পাদক নুরুল হুদা চৌধুরী জুয়েল সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক নবী আলম, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিহারেন্দু দেবরায়, যুবলীগ আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাক, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অসীম সরকার ও সাধারন সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম মাঠি ও তোফাজ্জল আজিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট কুচক্রীমহলের চক্রান্তে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলকে ঐ রাতে স্বপরিবারে নিহত করে খুনী মোস্তাকের নির্দেশে বিপথগামী সেনা সদস্যরা। বক্তারা আরও বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শুরুর আগে উপজেলা মুক্তিযোদ্বা কমপ্লেক্সে এ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নএ শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন সাজ্জাদুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com