বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
মাঈন উদ্দিন (মুন্না খান), খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরীতে ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) থেকে ১১১ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌ পুলিশের সদস্যরা।
রবিবার (২০ এপ্রিল ) বিকালে উপজেলার লেপসিয়া এলাকায় ধনু নদে লেপসিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে মদসহ আটক করা হয়। উপজেলার লেপসিয়া নৌ-পুলিশের এসআই নিখিল চন্দ্র দাস এসব তথ্যের নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের বিশ্ববপুর উপজেলার মিয়ার চর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে অংশেদ আলী (৪৮) ও কিশোর গঞ্জের ভৈরব উপজেলার লংদিয়া গ্রামের মৃত নাজির হোসেন মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৫)।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, নৌপথে ট্রলারে করে সুনামগঞ্জের বিশ্বরপুর উপজেলা থেকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এসব মাদক নিয়ে যাচ্ছিল ওই দুইজন। পথে খালিয়াজুরীতে ধনু নদে লেপসিয়া লঞ্চ ঘাটে ধনু নদীর পাড় দিয়ে যাচ্ছিল ট্রলারটি। এমন গোপন সংবাদে লেপসিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ট্রলারে তল্লাশি চালিয়ে ১১১ বোতল মদ পায়। পরে মাদক পরিবহনের অভিযোগে সংশ্লিষ্ট ওই দুইজনকে আটক করা হয়।
লেপসিয়া নৌ-পুলিশের এসআই নিখিল চন্দ্র দাস বলেন, এ ঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হবে।