রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

ক্লিন ইমেজে এগিয়ে নেত্রকোণা-২ আসনে তৃণমূলের জাস্টিস

নেত্রকোণা প্রতিনিধি:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন তাই সংসদ সদস্য পদ প্রার্থীগণ তাদের নির্বাচনী এলাকায় জোরেশোরে জনসংযোগ করে চলেছেন। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে এলাকায় চষে বেড়াচ্ছেন।

কর্মী-সমর্থকদের নিয়ে উঠান বৈঠক গ্রাম্য হাটবাজার গুলোতে জনসংযোগ করে বেড়াচ্ছেন।
বরাবরই জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ আসন তথা নেত্রকোণা-বারহাট্টা আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেত্রকোণা জেলার রাজনৈতিক কেন্দ্রবিন্দু বলা চলে এই আসনটিকে।নৌকার ঘাঁটি হিসেবে সারা বাংলাদেশে পরিচিত নেত্রকোণা-বারহাট্টার এই আসনটি।

দশম ও একাদশ সংসদে এই আসন থেকে দুইজন সংসদ সদস্য সরকারের মন্ত্রী পরিষদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রকোণার এই আসনটিতে এবারে আওয়ামী লীগের তৃণমূলে জনপ্রিয়তায় এগিয়ে আছে কৃষিবিদ সারোয়ার মুর্শেদ আকন্দ (জাস্টিস)। তিনি গত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কৃষিবিদ জাস্টিস একজন মনোনয়ন প্রত্যাশী। আর সেই প্রত্যাশায় তিনি চষে বেড়াচ্ছেন নেত্রকোণা-বারহাট্টার গ্রাম-গঞ্জ,হাটবাজারে। ব্যানার, ফেস্টুন, লিফলেট,হ্যান্ডবিল বিতরন করে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড ও স্মার্ট বাংলাদেশের মিশনকে জনগনের সামনে তুলে ধরছেন। সাধারণ জনগনও তার ডাকে ব্যপক সাড়া দিচ্ছে।

এছাড়াও জাস্টিস দীর্ঘদিন যাবত এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে তিনি কৃষকদের সাথে ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের সার, বীজ ও আধুনিক চাষাবাদের পরামর্শ দিয়ে শেখ হাসিনার উৎপাদনমূখী কৃষি নীতি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছেন।

নেত্রকোণার রাজনীতিতে একজন পরিচ্ছন্ন, নম্র-ভদ্র ও মার্জিত ব্যক্তি হিসেবে পরিচিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মুর্শেদ আকন্দ জাস্টিস। পারিবারিক ভাবেই আওয়ামী রাজনৈতিক আবহে তার বেড়ে ওঠা।

তার দাদা মরহুম ফজলুল হক আকন্দ ছিলেন একজন মুক্তিযুদ্ধের সংঘটক, পিতা সারোয়ার জাহান আকন্দ একজন ছাত্রলীগ কর্মী ছিলেন, পরবর্তীতে বিজেএমসি তে চাকুরী করে বর্তমানে অবসরে আছেন, তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন। তার চাচা ফরিদ উদ্দিন আকন্দ বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, ভাতিজা আরেফিন কায়সার শুভ নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ।

ছাত্র রাজনীতিতে সারোয়ার মুর্শেদ আকন্দ জাস্টিস বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বর্তমানে তিনি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর কৃষিবিদ ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

সরেজমিনে বারহাট্টা ও নেত্রকোণার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায় সারোয়ার মুর্শেদ আকন্দ জাস্টিস একজন শিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের লোক,দীর্ঘদিন যাবত তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম জনগনের সামনে তুলে ধরছেন। বিশেষ করে তিনি কৃষক সামাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।করোনাকালে ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন।তাছাড়া ঈদ ও পূজাপার্বণে অসচ্ছল মানুষের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন।

তাই তার সমর্থকরা মনে করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নৌকার মনোনয়ন দিলে এই আসনের ভোটাররা বিপুল ভোটে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবে। সাধারণ ভোটাররা মনে করছে সারোয়ার মুর্শেদ আকন্দ জাস্টিসের মত একজন তরুণ ও পরিচ্ছন্ন ইমেজের একজন নৌকার মাঝি খুবই দরকার এই আসনটিতে। এবং কৃষিবিদ জাস্টিস হতেপারে নেত্রকোণা বারহাট্টা আসনের জননেত্রী শেখ হাসিনার নৌকার চমক।

এ বিষয়ে কৃষিবিদ সারোয়ার মুর্শেদ আকন্দ জাস্টিস সাংবাদিকদের জানান, আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলাম বর্তমানে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছি। তা ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের সাথে জড়িত। আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে আমি বিএনপি- জামাত জোটের নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি,শারীরিক ভাবে হামলার শিকার হয়েছি, ১৮টি মামলার আসামি হয়েছি।

আমি বিগত দশম ও একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এবারও আমি জাতীয় সংসদ নির্বাচনে একজন মনোনয়ন প্রত্যাশী, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নেত্রকোণা- বারহাট্টা আসনের নৌকা প্রতীকে মনোনয়ন প্রদান করেন ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com