বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

ক্যামেরা নিয়ে কাজ করছে অ্যাপল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:: ক্যামেরা প্রযুক্তিটির জন্য যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসের সঙ্গে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি একটি নতুন পেটেন্ট আবেদন করেছে। পেটেন্টলি অ্যাপল প্রথম এ প্রযুক্তিসংক্রান্ত পেটেন্ট আবেদনের সন্ধান পায়। এটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসের জুম করার ক্ষমতা বাড়াতে পারবেন।

আবেদনটিকে জুম লেন্স অ্যান্ড ইমেজিং অ্যাপারাটাস নামকরণ করা হয়েছে। এ প্রযুক্তিতে একাধিক লেন্স ব্যবহার করা হবে, যার মাধ্যমে বিভিন্ন দূরত্বে জুম করা যাবে।

পরীক্ষাধীন থাকা প্রযুক্তিটি আইফোনের ক্যামেরায় থাকা জুম কার্যক্রম নিয়ন্ত্রণ করবে এবং ছবির রেজল্যুশন কমে যাওয়ার সমস্যা থেকে প্রতিষ্ঠানটিকে সুরক্ষা দেবে। নতুন ক্যামেরা প্রযুক্তিতে দুটি অপসারণযোগ্য লেন্স একই অপটিক্যাল এক্সিসের মধ্যে অবস্থান করে। ফলে ব্যবহারকারীরা আরো উন্নত জুমিং অভিজ্ঞতা পাবেন।

বর্তমানে বাজারে থাকা অধিকাংশ স্মার্টফোনে ফিক্সড লেন্স ও সফটওয়্যার-কেন্দ্রিক ডিজিটাল জুম ব্যবহার করা হয়, যার কারণে ছবির রেজল্যুশনও কমে যায়। অ্যাপলের পেটেন্ট আবেদনে যে ক্যামেরা প্রযুক্তির কথা বলা হয়েছে, সেটি একেবারে নতুন নয়। পেরিস্কোপ ক্যামেরায় একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনে থাকা টেলিফটো ক্যামেরার অ্যাডভান্সড লেন্স সিস্টেমে এ প্রযুক্তি ব্যবহার করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com