শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

কোচদের নেতৃত্ব প্রসঙ্গে ॥ পাপন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ টি-টোয়েন্টি থেকে আগামী বিশ্বকাপ অবধি সরিয়ে দেওয়া হয়েছে রাসেল ডমিঙ্গোকে। এই সময়ে তিনি কাজ করবেন ওয়ানডে ও টেস্ট দল নিয়ে। দেখবেন ঘরোয়া লিগ ও ‘এ’ দলের খেলাও। এই সময়ে তাহলে জাতীয় দলে টি-টোয়েন্টি কোচ কে?

এমন প্রশ্নে কিছুটা ধোঁয়াশাই রেখে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের শ্রীধরন শ্রীরামকে।

তাদের সঙ্গে আছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আর এশিয়া কাপে যাচ্ছেন ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান জালাল ইউনুস, যাচ্ছেন বিসিবি সভাপতি নিজেও। এশিয়া কাপে হেড কোচ প্রসঙ্গে পাপন বলেছেন, ‘আমাদের টিম ডিরেক্টর আছে। জালাল ভাই থাকছে। আমি থাকছি। আর কী?’

পাপন আরও বলেন, ‘হেড কোচ বলতে এখন পর্যন্ত কেউ নেই। এখানটায় আমাদের ব্যাটিং কোচ রয়েছে। আমাদের স্পিন কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ রয়েছে। আমাদের অধিনায়ক আছে। টি-টোয়েন্টিতে আমাদের টেকনিক্যাল পরামর্শক আছে একজন। সে গেম প্ল্যান দেবে। যদি গেম প্ল্যান সে দেয় তাহলে হেড কোচ করবে কী আর? প্রধান কোচের তো কোনো কাজ থাকে না।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com