শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

কেমন হলো তিন বলিউড সুন্দরীর ‘ক্রু’

বিনোদন ডেস্ক:: নারীকেন্দ্রিক সফল মেইনস্ট্রিম হিন্দি ছবি বিরল। কারণ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি আজও ভীষণ পুরুষতান্ত্রিক। তবে কারিনা-টাবু-কৃতির ওপর বাজি লাগিয়েছেন দুই নারী প্রযোজক, একতা কাপুর এবং রিয়া কাপুর। সেই বাজিতে জিতেছেনও তারা। কারণ তিন বিমানবালার ‘কাণ্ড’ নিয়ে তৈরি পরিচালক রাজেশ এ কৃষ্ণের ‘ক্রু’র বক্স অফিসে শুরুটা ভালো করেছে।

সিনেমার ঘটনা মূল্যবান ধাতু ‘সোনা’ নিয়ে। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রথম দিনেই দেশের বক্স অফিসে ৬.৩ কোটি টাকা আয় করেছে ছবিটি। যা প্রশংসার দাবি রাখে।

বিশেষজ্ঞদের মতে, তিন নারীর গল্পকে ঘিরে তৈরি ছবির প্রথম দিন দেশের বক্স অফিসে প্রায় সাড়ে ছ কোটি টাকা আয় আশাব্যঞ্জক। তবে একই প্রযোজনা সংস্থার ‘বীরে দি ওয়েডিং’-এর কাছে খানিক পিছিয়ে পড়ল এই ছবি। ২০১৮ সালে শশাঙ্ক ঘোষ পরিচালিত সোনম কাপুর, কারিনা কাপুর অভিনীত সেই ছবি মুক্তির প্রথম দিনেই আয় করেছিল ১০.৭ কোটি টাকা।

শনিবার, দ্বিতীয় দিনে ‘ক্রু’ কালেকশন বাড়বে বলেই আশা। আপাতত বলিউডে কোনও নতুন রিলিজ নেই, সুতরাং ফাঁকা মাঠ গোল দেওয়ার সুযোগ রয়েছে কারিনা-কৃতিদের কাছে।

কমেডির মোড়কেই তৈরি গল্পের বুনোট। এই ছবির কেন্দ্রে রয়েছে ‘কোহিনূর’ এয়ারলাইনস ও সোনা পাচার। গল্পে রয়েছে বিজয় ওয়ালিয়ার ছোঁয়াও। ছবিতে বিজয় ওয়ালিয়ার চরিত্রে দেখা গিয়েছে বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়কে। কারিনা-টাবুদের ভাগ্য তাঁদের কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে নিয়ে যায়। তিনজনই মিথ্যার জালে আটকে পড়েন।

বালাজি টেলিফিল্মস এবং অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্কের ব্যানারে তৈরি এই ছবিতে আরও দেখা মিলেছে দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা, রাজেশ শর্মা এবং কুলভূষণ খারবান্দা।

কেমন হলো ক্রু?

বলিউডের তিন সুন্দরীকে নিয়ে হাইস্ট কমেডি তৈরি করেছেন পরিচালক বিজয় কৃষ্ণ। হাসির মোড়কে চুরির গল্প। গীতা শেট্টি (তাব্বু), জাসমিন কোহলি (করিনা কাপুর) ও দিব্যা রাণা (কৃতী স্যানন)- তিনজনে কোহিনূর বিমানসংস্থায় কর্মরত। নিজেদের জীবনের সমস্যা কেমনভাবে মেটাবে যাত্রীদের সব সমস্যার সমাধান করা তিন ক্রু? সেই নিয়েই এগোবে গল্প!

মাঝ আকাশে কোহিনূর বিমান সংস্থার কর্মী রাজবংশীর আচমকা মৃত্যু হয়। সেই ঘটনাই পালটে দেবে গীতা, জাসমিন ও দিব্যার জীবন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com